সন্তানকে শান্ত রাখবেন যেভাবে
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ১১:৩৭
বর্তমানে একক পরিবারের সংখ্যা দিন দিন বাড়ছে। যার কারণে বাবা-মা কাজ নিয়ে ব্যস্ত থাকায় সন্তান অনেকটা একা একাই বেড়ে ওঠে। ফলে শিশুর মধ্যে আচরণগত নানা সমস্যা দেখা যায়।
বিশেষ করে অল্পতেই রেগে যাওয়া কিংবা অতিরিক্ত জেদি হওয়ার মতো সমস্যা অনেক বেশি দেখা যায় সন্তানের মধ্যে। এমন পরিস্থিতি হলে কীভাবে সন্তানকে সামলাবেন, তা বুঝতে পারেন না অনেক বাবা-মা। বিশেষজ্ঞরা বলছেন, খুব সামান্য কয়েকটি সোজা পন্থা অবলম্বন করলেই সন্তানকে শান্ত রাখা সম্ভব।
কখনো ভুললে চলবে না, আপনিই সন্তানের রোল মডেল। কোন পরিস্থিতিতে আপনি কেমন আচরণ করছেন, তা দেখেই সন্তান বেড়ে ওঠে। তাই খুব রেগে চিৎকার করার প্রবণতা থাকলে, তা এখনই পরিত্যাগ করুন। যেকোনো পরিস্থিতিতে শান্তভাবে সমস্যা মেটানোর চেষ্টা করুন।
- ট্যাগ:
- লাইফ
- সন্তানের যত্নাদি