সীমান্তে ‘অননুমোদিত’ বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশের প্রতিবাদের পাল্টায় ভারত সরকার দাবি করেছে, বেড়া নির্মাণসহ অন্যান্য পদক্ষেপে দুই দেশের মধ্যে হওয়া সব প্রটোকল ও চুক্তি মানা হয়েছে।
ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানানোর পরদিন সোমবার দিল্লিতে বাংলাদেশের শীর্ষ কূটনীতিককে তলব করে এই বক্তব্য দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার দুপুরে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।