লেপ-কম্বল ময়লামুক্ত রাখতে যা করবেন
যুগান্তর
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:০৫
শীত মৌসুমে ঠাণ্ডা থেকে রক্ষা পেতে প্রতিটি ঘরে ঘরে লেপ ও কম্বল ব্যবহার করা হয়। ভারি কম্বল এবং লেপ ধোয়া সহজ ব্যাপার নয়।
তাই লেপ-কম্বল নোংরা হওয়া থেকে রক্ষা করার জন্য একটি কভার পরিয়ে রাখতে পারেন। এতে সহজে ময়লা হবে না।
তবে কিছু দিন লেপ বা কম্বল ব্যবহার করার পরে কভারটি নোংরা হয়ে যায়। তখন কভারটি সহজেই ধুয়ে ফেলা যায়।