এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না
একটি দেশের উন্নতি, নাকি অবনতি, অগ্রসরমান সমাজব্যবস্থা, নাকি পশ্চাদদিকে যাত্রা, মানুষের সাংস্কৃতিক মানের অগ্রগতি, নাকি নিম্নগামিতা-এসব বিষয়ের মীমাংসা বহুলাংশে নির্ভর করে সেই দেশের সুষ্ঠু বিচারব্যবস্থা ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর। বিশ্বের প্রতিটি দেশেই সুষ্ঠু বিচার ব্যবস্থার উন্নতিকল্পে প্রতিনিয়তই সুচিন্তার মাধ্যমে এর আধুনিকায়ন করা হয়। দেশের মানুষ যদি একটি ন্যায়ভিত্তিক সমাজে বাস করতে পারে, তাহলে দেশটির শাসনব্যবস্থাও সুদৃঢ় হয়। মানুষ শান্তিতে বাস করতে পারে।
দেশের মানুষ যখনই ন্যায়বিচারবঞ্চিত হয়, তখনই সর্বক্ষেত্রে হতাশা দেখা দেয়, নিরাপত্তাহীনতাবোধ ও অরাজকতা সমাজকে অস্থির করে তোলে। দেশে ৫ আগস্ট ছাত্র-জনতার যে অভ্যুত্থান হয়েছে, তাতে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পতন হয়েছে। গত ১৫ বছর দেশে ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করা হয়েছিল বলে ন্যায়বিচারও মুখ থুবড়ে পড়েছিল। বিচার বিভাগকে দলীয়করণ করার এক অপচেষ্টা দেখেছি আমরা, এসবের কুফলও ভোগ করতে হয়েছে জাতিকে। বর্তমান অন্তর্বর্তী সরকার স্বৈরাচারের জঞ্জাল সরাতে গিয়ে নানামুখী চাপের মধ্যে রয়েছে। এ অবস্থায়ও সরকারকে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সর্বোচ্চ শক্তি নিয়োগ করতে হবে।
- ট্যাগ:
- মতামত
- বিচার ব্যবস্থা