শিশুদের বাতজ্বর : সতর্ক থাকতে হবে অভিভাবকদের

বণিক বার্তা প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫, ১০:১৭

বাতজ্বরে বেশি ভুগে থাকে শিশুরা। যেসব শিশুর একবার বাতজ্বর হয়ে গেছে তাদের জীবনযাপনে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন প্রতিদিন ৯-১০ ঘণ্টা ঘুমানো, নিয়মিত খেলাধুলা করা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে সময় কাটানো, দুপুরে বিশ্রাম নেয়া, ঠাণ্ডা যাতে না লাগে সেক্ষেত্রে সতর্ক থাকা ইত্যাদি। খাবারদাবারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন নিয়মিত শাকসবজি, ফল, মাছ, শস্যদানা জাতীয় খাবার খাওয়া। প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা জরুরি।


মা-বাবা বা অভিভাবকরা সচেতন হলে শিশু-কিশোররা বাতজ্বরে আক্রান্ত হওয়া থেকে অনেকাংশেই রক্ষা পেতে পারে। এজন্য শিশুর জ্বর, গলাব্যথা বা গিঁটেব্যথা দেখা দেয়া মাত্রই তাকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। শিশুকে একটি নির্দিষ্ট সময় অন্তর কিছু পরীক্ষার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও