পেছাতে পারে গ্র্যামি, লোপেজের অনুষ্ঠান বাতিল
প্রথম আলো
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:১৭
আগামী ৩ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে হওয়ার কথা ৬৭তম গ্র্যামি পুরস্কার। তবে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, দাবানলের কারণে এ অনুষ্ঠান পেছাতে পারে। সংগীতের সবচেয়ে বড় এ পুরস্কার আসরে এ সময়ের গুরুত্বপূর্ণ শিল্পীদের উপস্থিত থাকার কথা। গ্র্যামি পেছানো নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বেশ কয়েকটি সূত্র দ্য হলিউড রিপোর্টারকে জানিয়েছে, পূর্বনির্ধারিত সময়ে গ্র্যামি হওয়ার সম্ভাবনা খুবই কম।