You have reached your daily news limit

Please log in to continue


কোটি কোটি মানুষের লোকেশন তথ্য রাশিয়ান হ্যাকারদের কবলে

স্মার্টফোন ডেটার মাধ্যমে ব্যবহারকারীদের অবস্থান বা ঠিকানা ট্র্যাক করে এমন বড় এক মার্কিন কোম্পানি রাশিয়ান হ্যাকারদের আক্রমণের শিকার হয়েছে। কোম্পানিটির কাছ থেকে মুক্তিপণ দাবি করেছে সাইবার অপরাধীরা।

দুই সাইবার নিরাপত্তা গবেষক বিষয়টি উদঘাটন করেন। এর মধ্যে এক ব্যক্তি বেহাত ফাইলের এক বিশাল ভাণ্ডার অনলাইনে পোস্ট করেছেন। এর সঙ্গে নরওয়ের সরকারকে কোম্পানিটির পাঠানো একটি নোটিশও রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম এনবিসি।

এ ধরনের হ্যাকিংয়ের শিকার হওয়ার ফলে বিশ্বজুড়ে লোকেশননির্ভর বিভিন্ন জনপ্রিয় বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন এমন লাখ লাখ মানুষের অবস্থানের তথ্য ফাঁস হয়ে যেতে পারে। এমন অ্যাপের মধ্যে রয়েছে টিন্ডার, স্পটিফাই, সিটিম্যাপার, মামসনেট ও ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজসহ শত শত কোম্পানির নাম।

হ্যাকাররা মার্কিন লোকেশন ট্র্যাকিং ফার্ম ‘গ্রেভি অ্যানালিটিকস’কে টার্গেট করেছে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটি স্মার্টফোনের মাধ্যমে মানুষের সুনির্দিষ্ট গতিবিধি’সহ লোকেশনবিষয়ক তথ্য সংগ্রহ করে ও পরে সে তথ্য বিভিন্ন কোম্পানি বা সরকারকে সরবরাহ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন