খবর লুকিয়ে পড়শী বললেন বিব্রত, আনন্দিতও

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ২১:০০

চুপিচুপি বিয়ে করেছেন সংগীততারকা সাবরিনা পড়শী। সে খবর দিব্বি লুকিয়ে রেখেছিলেন প্রায় বছর খানেক। হঠাৎ খবরটি জানাজানি হওয়ায় অবশেষে সবাইকে সে কারণ ব্যাখ্যা দিয়েছেন এই তরুণ কণ্ঠশিল্পী।


পড়শীর বর হামিম নীলয় যুক্তরাষ্ট্র প্রবাসী। গত বছরের ৪ মার্চ ঢাকায় বেড়াতে এলে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’-এ তাদের পরিচয় ও চেনাজানা। সে প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পড়শী জানিয়েছেন, ‌আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। ‍জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি, এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।


বিয়ের খবর লুকিয়ে রাখার ব্যাখ্যা দিয়ে পড়শী জানান, ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করবো! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও