You have reached your daily news limit

Please log in to continue


‘অনেক করেছেন’ হাসিনা, আমৃত্যু তাকে ভারতে রাখার পক্ষে মণি শঙ্কর আইয়ার

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন চান, ততদিন তাকে ভারতে থাকার সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন দেশটির সাবেক কূটনীতিক, কংগ্রেস নেতা মণি শঙ্কর আইয়ার।

বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে দাবি বাংলাদেশ জানিয়েছে, সে বিষয়ে এক প্রশ্নে ভারতের সাবেক এই মন্ত্রী বলেছেন, “আমার মনে হয়, আমরা সবাই একমত হব যে, শেখ হাসিনা আমাদের জন্য অনেক করেছেন। তাকে আশ্রয় দেওয়া হয়েছে, তাতে আমি খুশি। যত দিন তিনি থাকতে চান, সেটা যদি তার বাকি জীবনও হয়, তাকে সেই আতিথ্য আমাদের দেওয়া উচিত।”

ইকোনমিক টাইমস জানিয়েছে, ষোড়শ এপিজে সাহিত্য উৎসবে অংশ নিতে শনিবার কলকাতায় গিয়েছিলেন মণি শঙ্কর আইয়ার। সেখানে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়েও তিনি কথা বলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে গত ৫ অগাস্ট ভারতে চলে যান শেখ হাসিনা, যার দল আওয়ামী লীগ টানা ১৫ বছর বাংলাদেশ শাসন করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাকে এখন দিল্লির একটি সেইফ হাউজে রাখা হয়েছে বলে ধারণা করা হয়। তবে শেখ হাসিনার সঙ্গে বাইরের কারো যোগাযোগ করার সুযোগ নিয়ন্ত্রিত রাখা হয়েছে।

আন্দোলন দমন করতে গিয়ে হত্যার অভিযোগে শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। গণহত্যা ও গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারের মুখোমুখি করার জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত ২৩ ডিসেম্বর ভারতকে একটি কূটনৈতিক পত্র (নোট ভার্বাল) পাঠায় বাংলাদেশ সরকার।

ভারত এর আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি। বরং হাসিনার ভারতবাস দীর্ঘায়িত করার সুযোগ দিতে তাকে ট্র্যাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে বলে খবর এসেছে ভারতীয় সংবাদমাধ্যমে।

ভারতের সাবেক কূটনীতিক, কংগ্রেস নেতা মণি শঙ্কর আইয়ার

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন