You have reached your daily news limit

Please log in to continue


লস অ্যাঞ্জেলেসে দাবানলের বিপজ্জনক ধোঁয়া থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস দাবানলের বিপজ্জনক ধোঁয়ায় আচ্ছন্ন। এ কারণে শহরবাসীকে ঘরের ভেতর থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা এমন সতর্কবার্তা দিয়েছেন।

কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস দাবানলে পুড়ছে। এই দাবানল শহরটির বাতাসে বিষাক্ত মেঘ ছড়িয়ে দিচ্ছে। এর ফলে বিস্তৃর্ণ অঞ্চল শ্বাসরোধী ধোঁয়ায় ঢেকে যাচ্ছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা অনীশ মহাজন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সবাই দাবানলের ধোঁয়ার ক্ষতি বুঝতে পারছি। এতে অতি ক্ষুদ্র কণা, গ্যাস ও জলীয় বাষ্প মিশে আছে।’

অনীশ আরও বলেন, ‘এই ছোট ছোট কণা আমাদের নাক ও গলায় ঢুকে যায়। এতে গলা ও মাথাব্যথা হয়। তাই যেসব এলাকায় দৃশ্যমান ধোঁয়া বা ধোঁয়ার গন্ধ রয়েছে, এমনকি যেখানে আপনি তা দেখতে পান না, সেখানেও বাতাসের মান খারাপ। তাই যতটা সম্ভব বাইরে যাওয়া কমিয়ে আনা উচিত।’

এ পরিস্থিতিতে সুস্থ ব্যক্তিদেরও যতটা সম্ভব ঘরের ভেতরে থাকা উচিত। কোনো না কোনো বায়ু পরিশোধনব্যবস্থা ব্যবহার করা উচিত বলে জানালেন অনীশ মহাজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন