You have reached your daily news limit

Please log in to continue


দেশের সিরিজ সিনেমার দখলে সপ্তাহের ওটিটি

অভিনয়শিল্পী মোশাররফ করিম, জাকিয়া বারী মম, জয়া আহসান, সুমাইয়া শিমু ও সাফা কবিরদের সিরিজ ও সিনেমা দেখা যাচ্ছে চলতি সপ্তাহের ওটিটিতে। বিঞ্জ, চরকি ও বঙ্গতে এসেছে তাদের কাজগুলো।

এছাড়া হইচইয়ে চলছে স্বস্তিকা মুখার্জি ও টোটা রায় চৌধুরী অভিনীত কলকাতার সিরিজ 'নিখোঁজ'র দ্বিতীয় মৌসুম ‘নিখোঁজ ২’।

চলতি সপ্তাহের ওটিটির এসব সিনেমা-সিরিজের খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।

বিঞ্জে ভিকির ‘অন্ধকারের গান’

মোশাররফ করিম ও জাকিয়া বারী মমর ওয়েব ফিল্ম ‘অন্ধকারের গান’ দেখা যাচ্ছে বিঞ্জে। প্রেম, রহস্য, খুন, প্রতিহিংসা এবং অপরাধ জগতের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

'২ষ’ র শেষ পর্ব

নির্মাতা নুহাশ হ‌ুমায়ূনের '২ষ’ সিরিজের শেষ পর্ব ‘বেসুরা’ চরকিতে দেখা যাচ্ছে গত বুধবার রাত থেকে। সিরিজের এই পর্বে দেখা গেছে, জঙ্গলের মধ্যে সবুজে ঘেরা একটি গ্রামে বসবাস করে কিছু মানুষ। যাদের প্রত্যেকের কণ্ঠেই রয়েছে সুর। কেবল সুর নেই গ্রামের ছোট্ট একটি মেয়ের কণ্ঠে। তাই গ্রামের লোকজন সিদ্ধান্ত নেয় একদিন সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে; যদি এই সময়ের মধ্যে মেয়েটির গলায় সুর না আসে, তাহলে তাকে বাকি জীবন কাটাতে হবে কসাইয়ের ঘরে।

সাফা ও দীপ জুটির ‘প্রতিধ্বনি’

শনিবার থেকে বঙ্গে চলছে ওয়েব ফিল্ম ‘প্রতিধ্বনি’। সাসপেন্স, থ্রিলার ও ভৌতিক গল্পে সিনেমাটি বানিয়েছেন সিকদার ডায়মন্ড। কিশোর কুমার দাশের গল্প ও চিত্রনাট্যে এই সিনেমায় অভিনয় করেছেন সাফা কবির, সুদীপ বিশ্বাস দীপ, অশোক ব্যাপারী, সাদিয়া তাজিনসহ অনেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন