চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে নেই লিটন
সবশেষ ফিফটি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে। এরপর পেরিয়ে গেছে প্রায় ১৫ মাস আর ১৩ ইনিংস। ওয়ানডেতে পঞ্চাশের স্বাদ আর পাননি লিটন কুমার দাস। সবশেষ সাত ইনিংসে তো ছয় রানের বেশি করতে পারেননি। ফর্মহীনতার চড়ামূল্য দিতে হলো তাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে ঠাঁই হলো না অভিজ্ঞ ব্যাটসম্যানের।
স্কোয়াডে জায়গা পাননি সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফর্ম করে যাওয়া হাসান মাহমুদও। ১৫ জনের দলে পেসার চারজন। গত কিছুদিনে গতির ঝড় তুলে সাড়া ফেলে দেওয়া নাহিদ রানা প্রথমবার পা রাখবেন আইসিসি টুর্নামেন্টে।
লিটন বাদ পড়ায় দলে জায়গা ধরে রেখেছেন পারভেজ হোসেন ইমন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলেও ছিলেন তিনি। তবে এখনও ওয়ানডে অভিষেক হয়নি ২২ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যানের।
আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই দলে পরিবর্তন আনা যাবে। বাংলাদেশের বাস্তবতায় তাই দলে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।