দেশে বাড়ছে বিদেশি মদের বিক্রি

www.ajkerpatrika.com প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ১২:২৫

গত চার বছরে দেশে বিদেশি মদের বিক্রি ও আমদানি বেড়েছে। ২০২১ সালে দেশে ৬ লাখ লিটার মদ আমদানি হলেও ২০২৪ সালে তা বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। এই সময়ে প্রতিবছরই কয়েক লাখ লিটার বিদেশি মদ আমদানি বেড়েছে। এদিকে এই চার বছরে দেশে সরকার অনুমোদিত বারের সংখ্যাও বেড়েছে।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জাতীয় রাজস্ব বোর্ড সূত্র বলছে, মদের অনুমোদন থাকা ব্যক্তিদের বন্ড সুবিধা যাচাই, অবৈধ আমদানি বন্ধ এবং দেশে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের কর্মকর্তা-কর্মচারী, দূতাবাস এবং নানা প্রকল্প চলমান থাকায় বিদেশিদের যাতায়াত ও বসবাস বাড়ায় দেশে বিদেশি মদের চাহিদা ও বিক্রি বেড়েছে।


বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্যেও জানা যায়, দেশে বিদেশি নাগরিকের সংখ্যা বেড়েছে। বিডার তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে বিদেশি নাগরিকের বাংলাদেশে কাজের অনুমোদন আগের বছরের তুলনায় ৮ শতাংশ বেড়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও