গাজা আগ্রাসনে ইসরায়েলের ব্যয় ৬৭ বিলিয়ন ডলারের বেশি

www.ajkerpatrika.com প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ১২:১০

গাজায় এক বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে ২০২৪ সালের শেষ নাগাদ দেশটির অর্থনৈতিক ক্ষতি প্রায় ২৫০ বিলিয়ন শেকেল বা ৬৭ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। ইসরায়েলের বাণিজ্যবিষয়ক সংবাদপত্র ক্যালকালিস্টের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।


প্রতিবেদন অনুসারে, এই ব্যয়ের বিষয়টি অনুমান করা হয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের তথ্যের ভিত্তিতে। এই পরিসংখ্যানে সরাসরি সামরিক ব্যয়, বেসামরিক ব্যয় ও রাজস্ব ক্ষতি অন্তর্ভুক্ত। তবে এই যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতিতে সামগ্রিকভাবে কী ধরনের প্রভাব ফেলেছে তা প্রতিফলিত হয়নি।

ক্যালকালিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যয় ইসরায়েলের জন্য ‘ভারী বোঝা’। সংবাদমাধ্যমটি ইসরায়েলের যুদ্ধ প্রচেষ্টার ‘ব্যর্থতা’ নিয়ে সমালোচনা করেছে। এতে আগামী দশকে ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।


তবে এই বাজেটের চাপ ইসরায়েলের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে ভূমধ্যসাগরে প্রাকৃতিক গ্যাস-সম্পদ থেকে প্রাপ্ত আয়ের পুনর্বণ্টন নিয়ে। এই আয় মূলত স্বাস্থ্যসেবা ও শিক্ষার জন্য বরাদ্দ ছিল, তবে এখন প্রতিরক্ষা ব্যয়ের জন্য ব্যবহার করা হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও