টানাপড়েনে সময় কাটছে পুলিশের, চেষ্টা জনগণের বন্ধু হওয়ার

কালের কণ্ঠ প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ১০:৫৪

পুরো পুলিশ বাহিনীর সদস্যদের মাঝে হতাশা কাজ করছে। এখনো আতঙ্ক কাটেনি বাহিনীটির। এরই মধ্যে হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। থানার মধ্যেই ঘটেছে পুলিশ সদস্যদের আত্মহত্যার মতো ঘটনা।

আবার গ্রেপ্তার পুলিশ কর্মকর্তার খোদ থানা থেকেই পালানোর ঘটনা নানা আলোচনার জন্ম দিচ্ছে। প্রশ্ন উঠছে, পুলিশের নিরাপত্তা প্রস্তুতি নিয়েও। এত প্রতিকূল অবস্থায়ও ট্রমা কাটিয়ে জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। 


পুলিশ সংশ্লিষ্টরা বলছেন, পুলিশ সদস্যরা এখনো বিভিন্ন জায়গায় নিগৃহীত হচ্ছেন।

সামাজিকভাবে পুলিশ এখন অপরাধী হিসেবে বিবেচিত হচ্ছে। সামাজিকভাবে ইমেজ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বাহিনীর সদস্যদের মধ্যে সিনিয়র-জুনিয়র শৃঙ্খলাও নাজুক। কে ছাত্রলীগ, কে কার দালাল, কে কার ক্যাশিয়ার— এভাবে চিহ্নিত করা হচ্ছে অনেককে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও