সহজ পদ্ধতিতে ঘরেই তৈরি করুন অ্যালোভেরার জেল

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ২২:১৬

বাড়িতেই ফ্রেশ ও রাসায়নিকমুক্ত অ্যালোভেরার জেল তৈরি করা ভালো। এটি বাড়িতে তৈরি করা খুব সহজ। জেনে নিন, কীভাবে ঘরেই তৈরি করবেন অ্যালোভেরার জেল।


উপাদান



  • কয়েকটি অ্যালোভেরার পাতা

  • ভিটামিন সি ও ভিটামিন ই ক্যাপসুল

  • কয়েক চামচ মধু


যেভাবে তৈরি করবেন


অ্যালোভেরার জেল তৈরি করতে প্রথমে কিছু তাজা অ্যালোভেরার পাতা কেটে ঠাণ্ডা পানিতে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন।
ঠাণ্ডা বা বরফের পানিতে পাতা রাখলে তা থেকে বেরিয়ে আসা হলুদ তরল পরিষ্কার হয়ে যায় যা অ্যালার্জির কারণ হয়। কিছুক্ষণ পর ছুরির সাহায্যে এই পাতার খোসা ছাড়িয়ে এক ইঞ্চি দূরত্বে কেটে নিন। এরপর অ্যালোভেরার স্বচ্ছ অংশ বের করে ব্লেন্ডারে রেখে ব্লেন্ড করে নিন। এবার একটি পাত্রে এই প্রস্তুত মিশ্রণটি রেখে তাতে ভিটামিন সি, ই ক্যাপসুল ও মধু যোগ করুন। এবার এগুলো ভালো করে মিশিয়ে নিন এবং মসৃণ হয়ে গেলেই তৈরি আপনার অ্যালোভেরা জেল।


যেভাবে সংরক্ষণ করবেন


ঘরে তৈরি এই ফ্রেশ ও রাসায়নিকমুক্ত অ্যালোভেরার জেলটি একটি বায়ুরোধী পাত্রে পূরণ করে ফ্রিজে রাখতে পারেন। ঘরে তৈরি এই জেলটি ৪ থেকে ৫ দিন ব্যবহার করতে পারবেন। তবে ফ্রিজে রাখলে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও