You have reached your daily news limit

Please log in to continue


জিমে না গিয়েও যেভাবে ওজন কমাতে পারেন

ওজন কমাতে শরীরচর্চা করতেই হবে। তবে সে জন্য জিমে যাওয়া বাধ্যতামূলক নয়। রোজকার জীবনে কিছু সাদামাটা পরিবর্তনই ওজন নিয়ন্ত্রণের জন্য সহায়ক হয়ে উঠতে পারে। আর মাঠ, পার্ক, বাড়ির ছাদ, লন, বারান্দা কিংবা করিডরেও তো হতে পারে শরীরচর্চা। এমনকি ইচ্ছা থাকলে ঘরের ভেতরেও শরীরচর্চার আয়োজন করতে পারবেন। জিমের খরচ বাঁচিয়েও অনায়াসেই করতে পারেন ব্যায়াম।

কম খরচে ব্যায়ামের সরঞ্জাম

কিছু ব্যায়ামের জন্য আপনার একটি বিশেষ ম্যাট্রেসের প্রয়োজন হবে। এর দাম বেশি নয়। আর তা চলেও বহু দিন। ডাম্বেল আর রেজিস্ট্যান্স ব্যান্ডও কিনতে পারবেন কম খরচে। দড়িলাফের মতো দারুণ কার্যকর একটি ব্যায়ামের জন্য যে দড়ি প্রয়োজন, সেটির দামও কম। বাড়ির গ্যারেজে কম খরচে বাস্কেটবলের রিং লাগিয়ে নিতে পারেন। এ ছাড়া আপনি একটি সাইকেল কিনতে পারেন। সাইকেলের দাম তুলনামূলক বেশি হলেও এটিকে এককালীন বিনিয়োগ হিসেবে বিবেচনা করুন। একবার খরচ করে একখানা সাইকেল কিনে নিলে বহু বছর চালিয়ে ব্যায়াম করতে পারবেন।

নানা রকম ব্যায়াম

হাঁটাহাঁটি, জগিং বা দৌড়ের মতো ব্যায়ামের জন্য প্রয়োজন ঠিকঠাক জায়গা। একই জায়গায় দাঁড়িয়ে জগিং অর্থাৎ স্পট জগিংয়ের জন্য আবার জায়গাও প্রয়োজন খুব কম। বিনা খরচে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। পুশ-আপ, প্ল্যাঙ্ক, পাইলেটস, লাঞ্জেস, বারপি প্রভৃতি করা যায় বাড়িতেও। বাড়িতে হতে পারে যোগব্যায়ামের চর্চাও। এমন নানা ধরনের ব্যায়াম আপনি শিখে নিতে পারেন যোগ্য প্রশিক্ষকের কাছ থেকে। এরপর বাড়িতেই চর্চা করতে পারেন নিজ উদ্যোগে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন