চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য দল
রাত পোহালেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল আইসিসির কাছে জমা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দল এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। সে দলে কারা থাকছে, সে ব্যাপারেও কিছুটা ধারণা করাই যায়। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বড় কোনো চমক থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
নিয়মিত মুখদের রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল সাজাতে পারেন নির্বাচকরা। চমক হতে পারত তামিম ইকবাল বা সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি। তবে তামিম এরই মধ্যে অবসর নিয়েছেন, আর সাকিব দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও নিজের বোলিং অ্যাকশনকে ‘বৈধ’ প্রমাণ করতে পারেননি।
এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবের থাকার সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত মিলেছে। তবে যদি সাকিব বোলিং অ্যাকশন শোধরাতে পারেন, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে। এছাড়া যদি সাকিবকে শুধুই ব্যাটার হিসেবে খেলাতে চান নির্বাচকরা, সেক্ষেত্রেও ভাগ্য চমকাতে পারে সাকিবের।
এদিকে আগামীকাল আইসিসির কাছে ১৫ সদস্যের স্কোয়াড জমা দিলেও এই দল আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তনের সুযোগ থাকবে।