সড়ক দুর্ঘটনা ও মৃত্যু বৃদ্ধির দায় অন্তর্বর্তী সরকার নিচ্ছে: ফাওজুল কবির খান

ডেইলি স্টার প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ২১:২৪

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গত বছর সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা কমাতে ব্যর্থতার দায় স্বীকার করছে অন্তর্বর্তীকালীন সরকার।


আজ শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


উপদেষ্টা বলেন, 'সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বছর সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ২৯৪ জন নিহত ও ১২ হাজার জনেরও বেশি আহত হয়েছেন—যা আগের বছরের তুলনায় ১২ শতাংশ বেশি।'


তিনি বলেন, 'আমরা—অন্তর্বর্তীকালীন সরকার—এর দায় নিচ্ছি। আমরা স্বীকার করছি যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা কমাতে পারিনি। বরং এটি বেড়েছে।'


তিনি উল্লেখ করেন, বিশেষত বিআরটিএ ও পুলিশ এই ব্যর্থতার জন্য দায়ী।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও