তামিমের স্মরণীয় ১৫ পারফরম্যান্স
প্রায় দেড় যুগের ক্যারিয়ারে বাংলাদেশের ওপেনিং কিংবা ব্যাটিংয়েরই অপর নাম হয়ে গেছেন তামিম ইকবাল। দীর্ঘ পথচলায় তিন সংস্করণেই অনেক ম্যাচ জেতানো ইনিংস ও পারফরম্যান্স উপহার দিয়েছেন বাঁহাতি ওপেনার।
মনি-মুক্তা খচিত ক্যারিয়ার থেকে কিছু বাছাই করা কঠিন। তার দেশের সব সময়ের সফল ব্যাটসম্যানদের একজনের বিদায়বেলায় তবু বেছে নেওয়া হলো তার ক্যারিয়ারের ১৫টি রত্ন।
দুর্দমনীয় সাহসিকতায় আগমনী বার্তা
আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স তখন মোটে এক মাস। মাত্র চার ম্যাচের অভিজ্ঞতা নিয়ে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামেন তামিম। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই অভিজ্ঞ বাঁহাতি পেসার জহির খানের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে পাঠালেন কুইন'স পার্ক ওভালের গ্যালারির দোতলায়। যা এখনও দেশের ক্রিকেটের 'আইকনিক' মুহূর্তগুলোর একটি।
১৯২ রানের লক্ষ্যে সেদিন তামিমের ফিফটি গড়ে দেয় জয়ের ভিত, সাহস জোগায় ড্রেসিং রুমে। পরে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ফিফটিতে বাংলাদেশ পায় নিজেদের ইতিহাসের স্মরণীয়তম জয়গুলির একটি।
৫৩ বলে ৫১ রান করেছিলেন তামিম। তবে এই সংখ্যাগুলো কিছু নয়, এমন কিছু শট সেদিন তিনি খেলেছিলেন, ক্রিকেট বিশ্ব বার্তাটা পেয়ে গিয়েছিল- বিশেষ একজন এসে গেছে।