টানা দরপতনে বিপাকে পাবনার সবজি চাষিরা
দেশের অন্যতম বৃহৎ সবজি উৎপাদনকারী অঞ্চল পাবনায় শীতকালীন সবজির ভালো ফলন চাষিদের মনে স্বস্তি এনে দিয়েছিল। কিন্ত চাহিদার তুলনায় বাজারে সরবরাহ বেশি থাকায় ফুলকপিসহ অন্যান্য সবজির অব্যাহত দর পতনে সেই স্বস্তি এখন হতাশায় রূপ নিয়েছে। অনেক ক্ষেত্রে চাষের খরচ ওঠাতেই হিমশিম খাচ্ছেন তারা।
এক্ষেত্রে সবচেয়ে শোচনীয় অবস্থা ফুলকপি চাষিদের। তারা বলছেন, এই মৌসুমে প্রতিটি ফুলকপি উৎপাদনে তাদের খরচ হয়েছে ১০ টাকার বেশি। কিন্তু খেত থেকে তা বিক্রি করতে হচ্ছে ৪-৫ টাকায়।
ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকার কৃষক মেহেদি হাসান দ্য ডেইলি স্টারকে জানান, প্রতি বছরের মতো এবারও তিনি পাঁচ বিঘা জমিতে ফুলকপির আবাদ করেছেন। বিঘা প্রতি উৎপাদন খরচ পড়েছে ৬০ হাজার টাকার মতো।
মেহেদি বলেন, এক বিঘা জমি থেকে ছয় হাজার পিসের মতো ফুলকপি পাওয়া যায়। বিক্রি করা যায় পাঁচ হাজার পিসের মতো। সে হিসাবে প্রতি পিস ফুলকপির উৎপাদন খরচই পড়ে ১০ টাকার ওপর।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- সবজির দাম