সিপিএলের সময় সূচি ঘোষণা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ১৫:২৬

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আসন্ন আসরের পর্দা উঠবে ১৪ আগস্ট। প্রায় এক মাসের এই আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর। আজ শনিবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।


বর্তমানে বেশ কয়েকটি দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হওয়ায় মান সম্পন্ন ক্রিকেটার পেতে দলগুলোকে হিমশিম খেতে হয়। এ দিকটি বিশেষভাবে বিবেচনা করবে সিপিএল কতৃপক্ষ। এ নিয়ে তারা আলাদাভাবে কাজ করবে ফ্যাঞ্চাইজিগুলোর সঙ্গে।


ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী কর্মকর্তা পিট রাসেল জানিয়েছেন, ২০২৫ সালের সিপিএলকে আরো রোমাঞ্চিত করতে কাজ করবেন তারা। তাছাড়া প্রধান পরিচালনা কর্মকর্তা লিনফোর্ড ইনভারারি বলেছেন, সিপিএল ক্যারিবিয়ান ক্রিকেটের উন্নয়ন ও প্রচারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও