বঙ্গ পিভিসির ৫ কোটি টাকা ভ্যাট ফাঁকি নিয়ে লঙ্কাকাণ্ড

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ১৫:২৫

চুয়াডাঙ্গায় বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজের কারখানায় অভিযান চালিয়ে পাঁচ কোটি ২৮ লাখ টাকা মূসক (ভ্যাট) ফাঁকির তথ্য উদ্ঘাটন করেছে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। প্রতিষ্ঠানটি ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের মে পর্যন্ত ওই অর্থ ফাঁকি দিয়েছে এমন অভিযোগ এনে কাস্টমস আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ৯ জানুয়ারি এ মামলা করা হয়।


তবে বিপত্তি ঘটে তখনই যখন অভিযান পরিচালনা করে ভ্যাট দায়েরের পরপরই মালিকপক্ষ কারখানা বন্ধের ঘোষণা দেয়। শুধু তাই নয়, কর্মচারীরা এ বিষয় নিয়ে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করে। তাদের দাবি, কাস্টমস কর্মকর্তারা ঘুষ না পেয়ে ওই ফাঁকির তথ্য উদঘাটন করেছে এবং মামলা দায়ের করেছে।


গত ৬ জানুয়ারি যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিসের অতিরিক্ত কমিশনার মো. রাকিবুল হসানের নেতৃত্বে ১৪ সদস্যের টিম অভিযান পরিচালনা করে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও