ম্যাচ হেরে নাসুম বললেন, ‘আমরা খারাপ খেলিনি’
এবারের আসরে দারুণ শুরু করেছিল খুলনা টাইগার্স। ঢাকা পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতেছিল টাইগার্সরা। তবে সিলেটে এসেই ছন্দ পতন ঘটলো। এই পর্বে হার দিয়ে শুরু করল মেহেদি হাসান মিরাজের দল।
বিপিএলে শুক্রবার দিনের প্রথম ম্যাচে দূর্বার রাজশাহীর বিপক্ষে ২৮ রানে হেরেছে খুলনা। ১৭৯ রানের লক্ষ্যে খেলতে নামলেও সেভাবে কিছুই করতে পারেননি খুলনার ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন আফিফ হোসেন। এ ছাড়া নাইম শেখ ২৪, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাসুম ১৮ রান করে করেন।
আসরের প্রথম হারে অবশ্য খুব বেশি হতাশ নন নাসুম আহমেদ। তিনি বলেন, ‘আসলে মোমেন্টাম হারিয়ে যায়নি। গতবার কিন্তু সিলেটে এসেও আমরা প্রথম ম্যাচ জিতেছিলাম। এমন হইতেই পারে, একদিন এমন হইতেই পারে। আমরা আহামরি কোনো খারাপ খেলিও নাই। ১৮০ রান তাড়া করার মত ছিল। আমরা মাঝে কিছু উইকেট হারানোতে শেষে সংগ্রাম করতে হয়েছে।’
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- ক্রিকেট ম্যাচ
- নাসুম আহমেদ