প্রয়োজন বাজার সংস্কার কমিশন
বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলো যেমন স্বস্তি পেয়েছে, সাধারণ মানুষও তেমনি স্বস্তি প্রকাশ করেছেন। তবে সাধারণ মানুষের স্বস্তি প্রকাশের পেছনে অন্যতম যে প্রত্যাশা ছিল তা হলো, নতুন সরকার নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ওঠা মানুষ কিছুটা স্বস্তি ফিরে পাবে। কিন্তু বাস্তবে সাধারণ মানুষের সে প্রত্যাশা পূরণ হয়নি। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার শুরু থেকেই আগের সরকারের দীর্ঘদিনের নৈরাজ্য, অব্যবস্থাপনা ও বাজার সিন্ডিকেটকে দায়ী করে আসছে।
কিন্তু আগের সরকারের নৈরাজ্য, অব্যবস্থাপনা ও সিন্ডিকেটের দৌরাত্ম্য নির্মূল করার জন্যই তো ছাত্র-জনতা বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে। বস্তুত সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর সমর্থন পেয়েও বর্তমান সরকার বাজার নিয়ন্ত্রণে কোনো সফলতা দেখাতে পারছে না। পূর্ববর্তী সরকারের আমলে সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেমন নাকাল ছিল, এখনো প্রায় তেমনই আছে। কিছু কিছু ক্ষেত্রে দুর্ভোগ আরও বেড়েছে। এর কারণ খতিয়ে দেখাও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।