You have reached your daily news limit

Please log in to continue


বিপিএলের টিকিট কালোবাজারি, অভিযুক্ত বিসিবির কার্ডধারী কর্মীরা!

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বর্তমানে সিলেটপর্বের খেলা চলছে। যেখানে কালোবাজারির মাধ্যমে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে বিসিবির কার্ডধারী নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। যাদের সুবাদে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাইরেই মিলছে গ্র‍্যান্ড স্ট্যান্ডের (ভিআইপি) আসন। দেড়–দুই হাজার টাকা দিলে যে কাউকে বিসিবির গাড়িতে করে স্টেডিয়ামের ভেতরে নিয়ে গ্র‍্যান্ড স্ট্যান্ডের গ্যালারিতে বসিয়ে দেওয়া হচ্ছে!

বিসিবির কার্ডধারী নিরাপত্তাকর্মীদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন খেলা দেখতে আসা অন্যান্য ক্রিকেটভক্তরা। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেইটের পাশে এনাম নামে এক নিরাপত্তাকর্মীকে হাতেনাতে ধরে জনতা ও গণমাধ্যম কর্মীরা। পরে স্টেডিয়ামে দায়িত্বরত অপর নিরাপত্তাকর্মীরা তাকে নিজেদের হেফাজতে নিয়ে যান।

দর্শক ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের মধ্যকার দিনের প্রথম ম্যাচে সিলেট স্টেডিয়ামের পাশে টিকিট কালোবাজারি চক্রের সদস্যরা দর-কষাকষি করতে দেখা যায়। এ সময় দর্শক পরিচয়ে এনাম নামে এক কর্মীর সঙ্গে কথা বলতে গেলে তিনি নিজেকে বিসিবির লোক পরিচয় দেন। একপর্যায়ে দুই হাজার টাকা দিলে ভিআইপি গ্যালারিতে বসিয়ে দেওয়ার কথা জানান তিনি। পরে সাংবাদিক পরিচয় জানার পর মুহূর্তেই তিনি সব অস্বীকার করতে থাকেন। এরপর উত্তেজিত দর্শকদের একটি অংশ তাকে ধরে উর্ধ্বতন ব্যক্তিদের কাছে হস্তান্তর করে।


বিজ্ঞাপন

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন