স্মার্টফোন লক থাকলেও মুখের কথায় ফোনকল করে দেবে জেমিনি চ্যাটবট, বার্তাও পাঠাবে

প্রথম আলো প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫, ১৮:২০

নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। ‘মেক কলস অ্যান্ড সেন্ড মেসেজেস উইদাউট আনলকিং’ নামের এ সুবিধা কাজে লাগিয়ে মুখের কথায় লক করা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে নির্দিষ্ট ব্যক্তিকে ফোনকল করার পাশাপাশি বার্তা পাঠানো যাবে। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা মুখের কথায় জেমিনি চ্যাটবটের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিকে ফোনকল করাসহ বার্তা পাঠাতে পারবেন।


জেমিনি চ্যাটবটের মাধ্যমে ফোন আনলক না করে ফোনকল করাসহ বার্তা পাঠানোর জন্য অবশ্যই ‘মেসেজেস অ্যান্ড ফোন জেমিনি এক্সটেনশন’ ব্যবহার করতে হবে। এরপর জেমিনি অ্যাপে প্রবেশ করে প্রোফাইলে ক্লিক করতে হবে। এবার সেটিংস অপশন থেকে ‘জেমিনি অন লক স্ক্রিন’ অপশনে ক্লিক করে ‘মেক কলস অ্যান্ড সেন্ড মেসেজেস উইদাউট আনলকিং’ সুবিধাটি চালু করলেই মুখের কথায় ফোনকলসহ বার্তা পাঠানো যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও