গুগলে সার্চে যুক্ত হচ্ছে পডকাস্ট, যে সুবিধা পাওয়া যাবে
প্রথম আলো
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫, ১৪:৪৮
ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্য সহজে জানার সুযোগ দিতে পডকাস্ট–সুবিধা চালু করছে গুগল। ‘ডেইলি লিসেন’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর এ পডকাস্ট –সুবিধা ব্যবহারকারীদের পছন্দের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্য অডিও আকারে শোনাবে। ফলে গুগলে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেইলি লিসেন নামের সুবিধাটি নির্দিষ্ট ব্যক্তির গুগল সার্চ ইতিহাস ও গুগল ডিসকভার ব্যবহারের কার্যক্রম পর্যালোচনা করে পছন্দের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্যের সমন্বয়ে পাঁচ মিনিটের একটি অডিও পডকাস্ট তৈরি করবে। পডকাস্টটি চালু করলেই পছন্দের সংবাদ ও তথ্যগুলো শোনা যাবে। ফলে ইন্টারনেটে অন্য কাজ করার সময়ও হালনাগাদ সব তথ্য জানার সুযোগ মিলবে।