You have reached your daily news limit

Please log in to continue


সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আর সত্য বলতে কিছু থাকবে না!

সামাজিক যোগাযোগমাধ্যম মেটার প্রধান ফেসবুক ও ইনস্টাগ্রামের ফ্যাক্টচেকিং প্রোগ্রামে ব্যাপক পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত অনলাইনে সত্যবিহীন এক যুগের সূচনা করছে।

সমাজের আয়নায় দেখা হাস্যকর এক বিকৃত প্রতিচ্ছবি হিসেবে কাজ করেছে এই সামাজিক যোগাযোগমাধ্যম। সর্বদা অনলাইনে থাকি আমরা। এর অ্যালগরিদম আমাদের জীবনের খারাপ দিকগুলোকে উজ্জ্বল করে তুলে ধরে। আড়ালে থাকে ভালো দিকগুলো। এ কারণেই আমরা আজ এতটা বিভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি দল পরস্পরের বিরুদ্ধে চিৎকার করে, যেন তারা এক বিশাল হতাশাজনক শূন্যতার মধ্যে পড়ে গেছে।

এই সপ্তাহে এক ‘প্রযুক্তিদানবের’ এ ঘোষণা তাই খুবই উদ্বেগজনক। 'যাহারা এইখানে প্রবেশ করিবে, ত্যাগিয়া আসিবে সকল আশা'! ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তার দুই সপ্তাহ আগে মেটা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও থ্রেডসের মূল কোম্পানি বড় পরিবর্তন এনেছে কনটেন্ট মডারেশনে। মনে হচ্ছে, কোম্পানিটি আসন্ন প্রেসিডেন্টের মতাদর্শের সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন