গণতন্ত্র কি সোনার হরিণ

www.ajkerpatrika.com বিধান রিবেরু প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫, ১০:৪৮

গণতন্ত্রের জন্য আমরা প্রতিনিয়ত লড়াই করে চলেছি। গণতন্ত্রের দেখা কি মিলছে? গণতন্ত্র কি কেবল নির্দিষ্ট সময় পরপর ভোটাধিকার? নাকি জনগণের যেমন খুশি তেমন বিচার-আচার? সাধারণ ধারণায় গণতন্ত্র মানে স্রেফ স্বাধীন ও সুষ্ঠুভাবে ভোট প্রদানের অধিকার বোঝায় না, নাগরিকের সমান মানবাধিকারকেও বোঝায়। পরিতাপের বিষয়, এক মানবই আরেক মানবের অধিকার কেড়ে নেয় ক্ষমতা পেলে।


প্লেটো স্বপ্ন দেখেছিলেন একজন ফিলোসফার কিংবা দার্শনিক রাজার হাত দিয়ে রাজ্য পরিচালনা হলে তা সুষ্ঠু হবে। কিন্তু তিনি এটাও বলতে ভোলেননি, সেই দার্শনিক রাজা, বোধবুদ্ধি থাকা সত্ত্বেও, ক্ষমতার গজদন্ত মিনারে চড়ার পর দুর্নীতিগ্রস্ত হয়ে যেতে পারেন। কাজেই গণতান্ত্রিক উপায়ে কাউকে ক্ষমতায় বসালেই কেবল হয় না, গণতন্ত্রকে রক্ষার জন্য প্রতিনিয়ত পাহারা দিতে হয়। জনগণের প্রতিনিধি হিসেবে যাঁরা ক্ষমতায় গেলেন তাঁরা স্বৈরাচারী হয়ে উঠতে পারেন, স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারেন, দুর্নীতিগ্রস্ত হয়ে যেতে পারেন, এমনকি তাঁরা নিজেদের অদক্ষতার স্বাক্ষরও রাখতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও