সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুবিধা-অসুবিধা
রাজনৈতিক পটপরিবর্তনের পরে দেশের স্থানীয় সরকারপ্রতিষ্ঠানগুলো এখন কার্যত চালাচ্ছেন আমলারা। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদের মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করে তাদের জায়গায় বসানো হয়েছে প্রশাসক।
সিটি করপোরেশনের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখতে কাজ করছেন সরকারের নিয়োগ করা প্রশাসকরা। কাউন্সিলর অফিস থেকে নাগরিক সেবার কার্যক্রম সরিয়ে নিয়ে আসা হয়েছে আঞ্চলিক অফিসগুলোতে। এই রদবদলে অনেকটাই স্থবির হয়ে পড়েছে বিভিন্ন নাগরিক সেবা। থমকে গেছে উন্নয়নকাজও।
সংবাদমাধ্যমের খবর বলছে, রাজধানীর উত্তরখান-দক্ষিণখানের রাস্তার অবস্থা খুবই খারাপ। অ্যাম্বুলেন্স যাওয়ার অবস্থাও নেই যে একজন রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে। পায়ে হেঁটে যাওয়াও মুশকিল। রাস্তা চওড়া ও ড্রেনের কাজের জন্য দীর্ঘদিন এই এলাকার কাজ চলছিল। কিন্তু স্থানীয়রা বলছেন, ৫ অগাস্টের পর থেকে ঠিকাদার পলাতক। ফলে কাজ বন্ধ। সারা দেশের চিত্র কমবেশি এরকমই।