পরাশক্তিগুলোর ‘সমর্থন’ চাইবে আওয়ামী লীগ
৫ আগস্ট, দিনটি হয়তো ভুলে যেতে চায় আওয়ামী লীগ। টানা চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসা দলটিকে এ দিনে বিদায় নিতে হয় করুণভাবে। আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। দলের শীর্ষ নেতারা চলে যান আত্মগোপনে। কেউ কেউ বিদেশে আশ্রয় নেন। অন্যদিকে, তৃণমূলের নেতাকর্মীরা হয় ধরা পড়েন, না হয় নির্যাতনের শিকার হন।
ফলে দলটির মধ্যে তৈরি হয় রাজনৈতিক শূন্যতা। ছেদ পড়ে রাজনৈতিক কর্মকাণ্ডে। এ কারণে ২০২৪ সালকে বলা যায় আওয়ামী লীগের জন্য অন্ধকারময় বছর। বছরটি পার হয়েছে, এসেছে নতুন বছর। নতুন বছরে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দলটি। তারা বলছে, শুভ ও কল্যাণময় সময় প্রতিষ্ঠা করতে তারা নতুন করে নিজেদের আত্মনিয়োগ করবে। পাশাপাশি বিশ্বের পরাশক্তিগুলোর সমর্থন চাওয়া হবে।
দলটির একাধিক সূত্র বলছে, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে একের পর এক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে হাজার হাজার নেতাকর্মীকে। আজগুবি দুর্নীতির তথ্য ফাঁস করা হচ্ছে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের। আওয়ামী লীগের টুঁটি চেপে ধরতে এমন কোনো কাজ নেই, যা করছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। গঠন করা হয়েছে গুম কমিশন। আওয়ামী লীগ সরকারের গুম-খুন-দুর্নীতি নিয়ে জনমত তৈরির চেষ্টা করা হচ্ছে।