ভারতের তিরুপতি মন্দিরে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু
প্রথম আলো
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:০৩
ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের কাছে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৫ জন। ওই মন্দিরে ঢোকার জন্য বিনা মূল্যে টিকিট সংগ্রহ করতে কয়েক হাজার মানুষ হুড়োহুড়ি শুরু করলে এই পদদলিত হওয়ার ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
আগামীকাল ১০ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত সময়কে শ্রীভেঙ্কটেশ্বর স্বামী মন্দির পরিদর্শনের জন্য শুভ সময় বলে বিবেচনা করা হচ্ছে। মন্দিরটি তিরুপতি মন্দির নামে বেশি পরিচিত। সেখানে ঢোকার জন্য আগেভাগেই টিকিট সংগ্রহের চেষ্টা করছিল মানুষ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পদদলিত
- পদদলিত হয়ে নিহত