হাতের ইশারায় পর্দার আকার ছোট-বড় করা যাবে এই ল্যাপটপে

প্রথম আলো প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:৪০

হাতের ইশারায় পর্দা ছোট-বড় করতে সক্ষম ‘রোলেবল’ ল্যাপটপ তৈরি করেছে লেনোভো। রোলেবল শব্দটি শুনে মনে হতে পারে ল্যাপটপের পর্দা কাগজের মতো মুড়িয়ে রাখা যাবে। তবে বাস্তবে ল্যাপটপটি তেমন নয়। ওএলইডি প্রযুক্তির নমনীয়তা কাজে লাগিয়ে এই ল্যাপটপের পর্দা মূলত ভেতরের কাঠামো থেকে ধীরে ধীরে স্লাইড হয়ে বড় হয়ে যায়। ফলে পর্দার আকারও বড় হয়। শুনতে অবাক লাগলেও যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলা কনজ্যুমার ইলেকট্রনিক শো’তে (সিইএস) এমনই এক ল্যাপটপ প্রদর্শন করছে লেনোভো।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও