চাদে প্রেসিডেন্ট কার্যালয় দখলের চেষ্টা অস্ত্রধারীদের, সংঘর্ষে নিহত ১৯

প্রথম আলো চাদ প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৫, ১৬:২৪

মধ্য আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্ট কার্যালয়ে ঢোকার চেষ্টা চালিয়েছে একদল অস্ত্রধারী। এ সময় তাদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষে ১৯ জন নিহত হন। গতকাল বুধবার রাজধানী এন’জামেনায় এ ঘটনায় ঘটে বলে সরকারের তরফে জানানো হয়েছে।


ঘটনাস্থলের কাছাকাছি থেকে গোলাগুলির শব্দ শুনতে পাওয়া ও ট্যাংকের টহল দেওয়ার কথা জানিয়েছেন এএফপির সংবাদদাতারা। নিরাপত্তা সূত্রগুলো বলেছে, সশস্ত্র ব্যক্তিরা প্রেসিডেন্ট কমপ্লেক্স দখল করার চেষ্টা চালিয়েছেন।


পরে সরকারের পক্ষ থেকে বলা হয়, সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৮ জনই ২৪-শক্তিশালী কমান্ডো ইউনিটের সদস্য। তাঁরা ওই হামলা চালিয়েছেন।


চাদ সরকারের মুখপাত্র ও পররাষ্ট্রমন্ত্রী আবদেরামান কালামাল্লাহ এএফপিকে বলেন, ‘হামলাকারীদের মধ্যে ১৮ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। আমাদের একজন (নিরাপত্তাকর্মী) নিহত ও তিনজন আহত হয়েছেন। তাঁদের একজনের অবস্থা গুরুতর।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও