২০২৩ সালের ১৮ আগস্টের কথা। সেদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাইকুল হুসাইন পাঠান। এতে শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে পরদিন সকালে তাকে আটক করে খালিয়াজুরী থানার পুলিশ।
আটকের পর রাইকুল ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে মামলা করা হয়। খালিয়াজুরীর মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের বাড়িতে ভাঙচুর চালান আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পালিয়ে পালিয়ে বেড়ান পরিবারের সদস্যরা। ফেসবুকে এক স্ট্যাটাসে এলোমেলা হয়ে যায় পুরো পরিবার।
এদিকে রিমান্ডে নিয়ে রাইকুলের ওপর নির্যাতন চালান পুলিশ সদস্যরা। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বারবার আবেদন করেও জামিন পাননি।
এমন অবস্থায় হঠাৎ করে রাইকুলের ছোট ভাই খালিয়াজুরীর মেন্দিপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকাব পাঠানের কাছে ফোন করে পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের মানসিকভাবে শক্ত থাকতে বলেন তিনি। বলেন, ‘টেনশন করার কিছু নেই। ইনশা আল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে।’