You have reached your daily news limit

Please log in to continue


শীতকালে পোশাকের সঙ্গে যেভাবে মানানসই গহনা পরবেন

ঋতুর সঙ্গে ফ্যাশনেরও অদলবদল হয়। আর তাই সাজপোশাকে রুচি-আভিজাত্য বজায় রাখা শীতকালে খুবই জরুরি। বিশেষ করে ফ্যাশনসচেতন মানুষের জন্য দারুণ পছন্দ শীতকাল। আর তাই শীতে পোশাকের সঙ্গে রুচিশীল মানানসই গহনা পরা চাই। কারণ ফ্যাশনিস্তাদের ওয়ারড্রোব থেকে রকমারি রঙিন পোশাক বেরোনোর সময় শীতকাল। তবে স্টাইলিশ পোশাকের সঙ্গে কোনো গহনা না পরলে নিজের ব্যক্তিত্বকে স্বমহিমায় ফুটিয়ে তুলতে পারবেন না। সে কারণে জেনে নিন কীভাবে শীতকালে আপনার আভিজাত্য পোশাক আর গহনায় ফুটিয়ে তুলবেন ।

১. ক্লাসিক পেনডেন্ট বর্তমানে দারুণ জনপ্রিয়। রকমারি ডিজাইনের হ্যান্ডমেড পেনডেন্টের জুড়ি মেলা ভার। তাই শাড়ি হোক কিংবা লং জ্যাকেট, ভেতরে হাইনেক, টপ পরলে তার ওপর এই ক্লাসিক পেনডেন্ট দেখতে মন্দ লাগে না। সিলভার, কাঠ, তামার মতো উপকরণের তৈরি পেনডেন্টের এখন রমরমা। বিশেষ করে এই শীতে পোশাকে আপনার বৈচিত্র্য আনবেই।

২. শীতকাল মানেই পার্টি, গেট টুগেদার আর বিয়েবাড়ি লেগেই থাকে। আর শীতের রাতের অনুষ্ঠানে জমকালো ওয়েস্টার্ন লুকের সঙ্গে মুক্তার গহনার দারুণ মেলবন্ধন। শীতের যে কোনো ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে মুক্তার ছোট্ট দুল কিংবা লম্বা মালা ও ব্রেসলেট বেশ নজর কাড়ে। ছিমছাম হলেও সাজপোশাকে আভিজাত্য বজায় থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন