You have reached your daily news limit

Please log in to continue


মোটরসাইকেলে পাওয়া যাবে স্মার্টফোনের সুবিধা

স্মার্ট ইলেকট্রিক মোটরসাইকেল নিয়ে আসছে রয়্যাল এনফিল্ড। এই বৈদ্যুতিক মোটরসাইকেলে থাকবে স্মার্টফোনের মতো রিয়েল টাইম কানেক্টিভিটি। চিপ প্রস্তুতকারক কোয়ালকমের সঙ্গে চুক্তি করে মোটরসাইকেলের ফিচার্স সাজাচ্ছে রয়্যাল এনফিল্ড। মোটরসাইকেলটিতে পাওয়া যাবে কিউডব্লিউএম২২৯০ প্রসেসর। স্ন্যাপড্রাগন কার টু ক্লাউড প্ল্যাটফর্মের ভিত্তিতে কানেক্টিভিটি ফিচার্সগুলো পাওয়া যাবে।

রয়্যাল এনফিল্ড ফ্লি বাইকে কোয়ালকম প্রসেসর

অত্যাধুনিক এই মোটরসাইকেলটির যাবতীয় হার্ডওয়্যার পার্টস ও ডিজাইন এনফিল্ড তৈরি করলেও ফিচার্স ডিজাইন করার জন্য নিযুক্ত করা হয়েছে কোয়ালকম এর একটি আলাদা টেকনিক্যাল টিম। যে কিউডব্লিউএম২২৯০ প্রসেসর থাকবে, তার মাধ্যমে মোটরসাইকেলের সমস্ত ডিজিটাল ফিচার্স পাওয়া যাবে। মোটরসাইকেলে যে টিএফটি স্ক্রিন থাকবে সেখানে ভেসে উঠবে সমস্ত ডাটা।

ফোর জি, ব্লুটুথ, ওয়াইফাই কানেক্টিভিটির মাধ্যমে মোটরসাইকেল চালু এবং বন্ধ থাকা অবস্থায় কানেক্ট করতে পারবেন। এছাড়াও পাওয়া যাবে বিশেষ ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার। মোটরসাইকেলটিতে পাঁচটি প্রি-সেট রাইডিং মোড রাখছে রয়্যাল এনফিল্ড। রাস্তার পরিস্থিতি অনুযায়ী রাইডিং মোড কাস্টমাইজ করতে পারবেন। মোটরসাইকেল লক ও আনলক করা যাবে মোবাইল ফোন দিয়েই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন