সুখী হতে চাইলে অন্যের কাছে এই প্রত্যাশাগুলো বন্ধ করুন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৫, ১৩:৫৪

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের অগ্রাধিকারগুলো পরিবর্তিত হয়। অন্যদের প্রভাবিত করার বা যুগের ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলার তাড়া ম্লান হতে থাকে। আমরা শান্তি, পরিপূর্ণতা এবং সুখ খুঁজে পাওয়ার দিকে আরও বেশি মনোযোগ দিতে শুরু করি। মনোবিজ্ঞান পরামর্শ দেয় যে, আপনি যদি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও সুখী বোধ করতে চান, তাহলে মানুষের কাছ থেকে আপনার প্রত্যাশা কমিয়ে আনতে হবে। অন্যদের কাছ থেকে বেশি আশা করা বন্ধ করলে নিজেদেরকে অনেক অপ্রয়োজনীয় হতাশা রাখা সম্ভব। তাহলে, আপনার ঠিক কী আশা করা বন্ধ করা উচিত? চলুন জেনে নেওয়া যাক-


১. অন্যরা আপনার মনের কথা পড়বে বলে আশা করা বন্ধ করুন


আমরা বেশিরভাগই এটা মনে মনে ভেবে থাকি যে, মানুষ আমাদের মনের কথা না বলতেই বুঝতে পারবে। কিন্তু সত্যিটা হলো, কেউ অন্যের মন পড়তে পারে না। অন্যরা আপনার মনের কথা জানুক এই আশা আপনাকে কেবল হতাশার জন্য প্রস্তুত করবে। আপনার যা প্রয়োজন তা বলুন। সাহায্য, মনোযোগ অথবা সামান্য সহানুভূতি যাই হোক না কেন, আপনি কী চান সে সম্পর্কে স্পষ্ট থাকুন।


২. অন্যদের কাছ থেকে পারফেক্টনেস আশা করা বন্ধ করুন


অন্যদের নিখুঁত হওয়ার আশা করা হতাশার জন্য নিজেকে প্রস্তুত করার একটি দ্রুত উপায়। প্রত্যেকেরই নিজস্ব ত্রুটি রয়েছে এবং ভুল করে - এটি মানুষের অংশ। মানুষকে নিজের আদর্শ সংস্করণে নিখুঁত করার চেষ্টা করা উচিত নয়। পরিবর্তে মানুষের বৈচিত্র এবং অসম্পূর্ণতাগুলোকে গ্রহণ করুন। আপনি প্রায়শই দেখতে পাবেন যে সেসব অনন্য বৈশিষ্ট্যই তাদের আরও বিশেষ এবং প্রেমময় করে তোলে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও