স্বপ্ন নিয়ে এই ১৩টি আশ্চর্য তথ্য জানতেন

প্রথম আলো প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৫, ০৯:২১

স্বপ্ন নিয়ে মানুষের আগ্রহ চিরন্তন। স্বপ্নে আপনি কী দেখেন, তার অনেক কিছুরই উৎস আপনার বাস্তব জীবন। আবার অনেক সময় স্বপ্নে আপনি এমন কিছু দেখেন, যা কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না। চট করে জেনে নেওয়া যাক, স্বপ্ন নিয়ে কিছু অজানা আর আশ্চর্য তথ্য।


১. যখন আপনি স্বপ্নে কাউকে দেখেন, এর মানে আপনি ওই মানুষটিকে মিস করছেন অথবা সেই মানুষটিকে আপনি ভালোবাসেন। আপনি যদি কাউকে ভালোবাসেন, ঘুরেফিরে সে আপনার স্বপ্নে আসে।


২. স্বপ্নে আপনি কখনো এমন কাউকে দেখেন না, যাঁকে জীবনে দেখেননি। স্বপ্নে দেখা প্রত্যেক মানুষকে আপনি কখনো না কখনো দেখেছেন।


৩. আপনি কি কখনো খেয়াল করেছেন, স্বপ্নে আপনি পড়তে পারেন না। ঘড়িতে সময়ও দেখেন না। এমনকি স্বপ্নে আপনি কখনো ঘড়িই দেখেন না!


৪. আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, অনেক সময় স্বপ্নের সঙ্গে বাস্তবের সমন্বয় হয়ে যায়। এই যেমন আপনি একটা স্বপ্ন দেখছেন, অ্যালার্ম ঘড়ি বাজছে, জেগে দেখলেন বাস্তবেও অ্যালার্ম ঘড়িটা বাজছে। আসলে বাস্তবে চলমান ঘটনাকে স্বপ্ন সমন্বয় করে নিয়েছে। একে বলে ‘ড্রিম ইনকরপোরেশন’।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও