ইউরোপের দেশ ইতালির ছোট একটি গ্রাম তার বাসিন্দাদের গুরুতর অসুস্থ হতে নিষেধ করেছে। স্থানীয় মেয়র এ সংক্রান্ত একটি ডিক্রিও জারি করেছেন।
এমনকি ওই ডিক্রিতে বাসিন্দাদের “ক্ষতিকারক হতে পারে এমন আচরণে জড়িত না হতে এবং ঘরোয়া দুর্ঘটনা এড়াতে” এবং “অতি ঘনঘন বাড়ি থেকে বের না হতেও” আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় মেয়র আন্তোনিও টর্চিয়ার ওই ডিক্রিতে বলা হয়েছে, বেলকাস্ত্রোতে বসবাসকারী ব্যক্তিদের “... এমন অসুস্থতা এড়াতে নির্দেশ দেওয়া হয়েছে যার জন্য জরুরি চিকিৎসা সহায়তার প্রয়োজন হতে পারে।”
বিবিসি বলছে, বেলকাস্ত্রো গ্রামটি ক্যালাব্রিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং এটি ইতালির অন্যতম দরিদ্রতম অঞ্চল।
টর্চিয়া বলেন, এই পদক্ষেপটি “স্পষ্টতই একটি হাস্যকর উস্কানি”। তবে স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার ত্রুটিগুলো তুলে ধরতে আঞ্চলিক কর্তৃপক্ষকে তিনি যে জরুরি নোটিশ পাঠিয়েছিলেন তার চেয়ে এই পদক্ষেপের প্রভাব বেশি।