শিশুদের উদ্বেগ কমাতে এল নতুন অ্যাপ
উদ্বেগে ভোগা শিশুদের সহায়তা করতে চালু হয়েছে নতুন একটি অ্যাপ। শিশুদের মনে যে যে বিষয়ে ভয় কাজ করে, ‘লুমি নোভা’ নামের এই অ্যাপটি সেগুলোকে জয় করতে সহায়তা করবে।
শৈশবকালীন উদ্বেগ কমাতে সহায়তার জন্য গেইমিংয়ের সঙ্গে জ্ঞানীয় আচরণগত থেরাপি বা ‘কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি’কে মিলিয়ে সমাধান এসেছে অ্যাপটি, যেটি চালু হয়েছে যুক্তরাজ্যের লিংকনশায়ার কাউন্টিতে।
এ অ্যাপটির মাধ্যমে নিজের পছন্দের বিভিন্ন গেইম খেলতে পারবে শিশুরা, যা ধীরে ধীরে তাদের ভয়কে প্রকাশ করবে ও সেগুলো কাটিয়ে উঠতে সহায়তা করবে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
সাত থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য তৈরি বিনামূল্যের এই অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে ৮ জানুয়ারি বুধবার থেকে।
লুমি নোভা অ্যাপটিকে ডিজাইন করেছে ডিজিটাল থেরাপির জন্য সামাজিক উদ্যোগমূলক সংগঠন ‘বিএফবি ল্যাবস’। এজন্য নানা পক্ষের সঙ্গে কথা বলেছেন তারা। এর মধ্যে রয়েছে শিশু, তাদের মা-বাবা, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস-এর চিকিৎসক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন অ্যাপ
- উদ্বেগ
- শৈশব কাল