যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের চাকার খোপে দুই মরদেহের সন্ধান

বিডি নিউজ ২৪ নিউ ইয়র্ক প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:০৯

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের এয়ারলাইনস জেটব্লুর একটি উড়োজাহাজ ফ্লোরিডার ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এর চাকার খোপে দুইটি মরদেহ খুঁজে পাওয়া গেছে।


এয়ারলাইন্সটি মঙ্গলবার এ খবর জানায়। গতবছর ডিসেম্বরে হাওয়াইয়ে অবতরণ করা ইউনাইটেড এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকার গর্তে একটি মৃতদেহের সন্ধান মেলার পর আবার একই ধরনের ঘটনা ঘটল।


একের পর এক এমন ঘটনায় এয়ারলাইরন্সের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সিএনএন জানায়, জেটব্লু উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ার বা চাকার খোপে মরদেহ পাওয়া যায় সোমবার রাতে। তাদের পরিচয় জানা যায়নি।


কীভাবে দুইজন উড়োজাহাজের চাকার খোপে ঢুকতে পারলেন তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেটব্লু এয়ারলাইন্স।


জেটব্লু এয়ারের ফ্লাইট ১৮০১ উড়োজাহাজটি সোমবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় এবং রাত ১১টার দিকে ফ্লোরিডায় ফোর্ট লডারডেলে অবতরণ করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও