আগামী জুনে ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ভিত্তিতে সাফ চ্যাম্পিয়নশিপ
দক্ষিণ এশিয়ায় মেয়েদের ফুটবল নিয়ে উন্মাদনা বাড়ছে। তার প্রভাব পড়েছে সাফের নির্বাহী কমিটির সভায়। প্রথমবারের মতো উইমেন’স ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্তা সংস্থা সাফ। ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপ আগামী জুন-জুলাইয়ে আয়োজনের ‘প্রাথমিক’ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
নেপালে বুধবার হয়েছে সাফের নির্বাহী কমিটির সভা। সভা শেষে সংস্থাটির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ভিডিও বার্তায় জানিয়েছেন, হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ছেলেদের এবারের সাফ আয়োজন করতে চান তারা। তবে ‘বিকল্প’ পথ ভেবে রাখা হয়েছে বলেও জানান তিনি।
“২০২৫ সালের টুর্নামেন্টের ক্যালেন্ডারের অুনমোদন দেওয়া হয়েছে। এর বাইরে আমরা নতুন আরেকটি টুর্নামেন্ট করতে চাই, সেটা সাফ উইমেন’স ক্লাব চ্যাম্পিয়নশিপ, সেটার অনুমোদন দিয়েছি এবং এ বছর এটা হবে। এছাড়া সাফ চ্যাম্পিয়নশিপও এ বছর হবে; এটার সম্ভাব্য তারিখ আমরা ঠিক করেছি ১৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত।”
- ট্যাগ:
- খেলা
- সাফ চ্যাম্পিয়নশিপ