সাকিব-তামিমের অপেক্ষায় বিসিবি

কালের কণ্ঠ প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:০৫

আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবাল ফিরবেন কি না, সেই অনিশ্চয়তা দূর করতেই আজ সিলেটে বাংলাদেশি ওপেনারের সঙ্গে বৈঠকে বসেন বিসিবির নির্বাচকরা। সামনে চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় টুর্নামেন্ট থাকায় এই মুহূর্তে বৈঠক আরো প্রাসঙ্গিক ছিল। তবে বৈঠক শেষেও সেই অনিশ্চয়তা দূর হয়নি।


তামিম ইকবাল ফিরবেন কি না, তা জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

বৈঠক শেষে লিপু বলেছেন, ‘আলোচনার বিষয়টা আমাদের মধ্যে থাক। সরাসরি উত্তর দেব না। আমরা ব্যাপারটা আলোচনা করেছি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

তামিম ইকবালকে একটু সময় দিতে হবে। আশা করি, বিষয়টা দু-এক দিনের মধ্যে পরিস্কার হবে।’


সাকিব আল হাসানের জন্য অপেক্ষা করার কথা জানিয়েছেন লিপু। বাঁহাতি স্পিনারের দ্বিতীয়বারের বোলিং অ্যাকশন পরীক্ষার অপেক্ষা আছে বিসিবি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও