পিএসসির তিন সদস্য নিয়োগ নিয়ে বিতর্ক, জানা গেল কারণ
যুগান্তর
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ১৮:৫৩
সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সদ্য নিয়োগ পাওয়া তিন সদস্যকে নিয়ে কমিশনের বিতর্ক শুরু হয়েছে। এই তিন সদস্য ‘পতিত আওয়ামী লীগ সরকারের’ সুবিধাভোগী উল্লেখ করে তাদের অব্যাহতির দাবি তুলেছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। এমনকি এই তিনজনের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন পিএসসির কর্মকর্তারাও।
গত রোববার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সব মহল থেকে আপত্তি উঠায় শপথ পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামীকাল (৯ জানুয়ারি) তাদের শপথ হওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বিতর্ক ওঠা তিন সদস্য হলেন- ডা. সৈয়দা শাহিনা সোবহান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএফ জগলুল আহমেদ এবং ড. মো. মিজানুর রহমান।
গত ২ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখা থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে