You have reached your daily news limit

Please log in to continue


মিয়ানমারে অস্থিরতা, একমাস টেকনাফ স্থলবন্দরে আমদানি বন্ধ

মিয়ানমারের রাখাইনে অস্থিরতায় একমাস ধরে বন্ধ রয়েছে টেকনাফ স্থলবন্দরের পণ্য আমদানি। ফলে শত শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। ওপারে ব্যবসায়ীদের শতশত কোটি টাকার মালামাল পড়ে রয়েছে।

টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন বলেন, রাখাইনে আরাকান আর্মি ও দেশটির জান্তা বাহিনীর মধ্যে সংঘাতের কারণে টেকনাফে স্থলবন্দরে পণ্য আমদানিতে ধস নেমেছে। গত এক বছরের ৯০ ভাগ আমদানি কমে গেছে। সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছেন। সে সঙ্গে এপারের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত এক মাস ধরে মিয়ানমার থেকে পণ্য আমদানি বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, টেকনাফের ব্যবসায়ীদের শত শত কোটি টাকার পণ্য সেখানে পড়ে রয়েছে। সেগুলো তারা আনতে পারছে না। যদি আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে এ বিষয়ে সমঝোতা হয়, তাহলে বাংলাদেশি ব্যবসায়ীরা তাদের পণ্যগুলো আনতে পারবেন। সরকারও শতশত কোটি টাকার রাজস্ব পাবেন।

টেকনাফ স্থলবন্দর কাস্টমস কর্মকর্তা বিএম আব্দুল্লাহ আল মাসুম বলেন, মিয়ানমারে চলমান যুদ্ধে টেকনাফ স্থলবন্দরে আমদানি কমে গেছে। গত ২০২৩-২০২৪ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর মাসে আমদানি হয়েছে ৪৭ হাজার টন মালামাল। তার পরিবর্তে রাজস্ব আদায় হয়েছে ২৫৭ কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন