সম্পত্তির নিলাম ঠেকাতে আদালতে যাচ্ছে এস আলম গ্রুপ
খেলাপি ঋণের পৌনে চার হাজার কোটি টাকা আদায়ে এস আলম গ্রুপের দুই কোম্পনির সম্পত্তি নিলামে তোলার যে উদ্যোগ জনতা ব্যাংক নিয়েছে, তা ঠেকাতে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রামভিত্তিক এই শিল্পগ্রুপ।
এর মধ্যে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছে জনতা ব্যাংকের পাওনা এক হাজার ৭৭৭ কোটি ৩৮ লাখ টাকা। আর এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের কাছে দুই হাজার তিন কোটি ৩৭ লাখ টাকা পাওনা।
ব্যাংকটি বলেছে, শর্ত অনুযায়ী কিস্তি পরিশোধ না করায় ঋণগুলো খেলাপিতে পরিণত হয়। অসংখ্যবার তলব-তাগাদা দিলেও ঋণ গ্রহীতা পাওনা পরিশোধ করেনি। সে কারণে অর্থঋণ আদালতের আইন অনুযায়ী নিলাম ডেকেছে ব্যাংক।
এর মধ্যে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে কোম্পানিটি জানিয়েছে, জনতা ব্যাংকের এমন সিদ্ধান্তের বিষয়ে আইনি পদক্ষেপ নেবে গ্রুপের লিগ্যাল বিভাগ। শিগগিরই পদপেক্ষর বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এস আলম কোল্ড রোল্ড স্টিলসের কোম্পানি সচিব আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘ডিএসই আমাদের কাছে জানতে চেয়েছিল। আমরা জানিয়েছি, লিগ্যাল বিভাগের আইনজীবীরা দ্রুত জনতা ব্যাংকের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।”