You have reached your daily news limit

Please log in to continue


আফ্রিদিকে বেদম পিটুনি দেওয়ার কারণ জানালেন মানসি

অনেক আশা করেই পাকিস্তানের শীর্ষ পেসার শাহিন আফ্রিদিকে দলে টেনেছে ফরচুন বরিশাল। কিন্তু গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে বেদম পিটুনি খেয়েছেন এই পেস তারকা। ৪ ওভারে খরচ করেছেন ৪০ রান, নিয়েছেন মাত্র এক উইকেট। ম্যাচটি বরিশাল ৫৭ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে নেয়। এরপর জানা গেল আফ্রিদির ওপর চড়াও হওয়ার কারণ।

সিলেটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আসেন ব্যাটার জর্জ মানসি। আফ্রিদিকে পিটুনি দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আসলে পাওয়ারপ্লেটা আপনি কাজে লাগাতে চাইবেন। যেই বল করুক না কেন, আপনি তাদের উপর চড়াও হতে চাইবেন। ভালো প্ল্যানে যেতে চাইবেন। তাদের চাপে ফেলতে চাইবেন। হোক তা শাহীন বা অন্য কেউ। অবশ্যই শাহীন দারুণ বোলার, পাকিস্তানের হয়ে ভালো করেছে। সাদা বলে দারুণ। পাওয়ারপ্লে কাজে লাগাতে চেয়েছি আমরা। ভালোই করেছি আজকে পাওয়ারপ্লেতে। যদিও কিছু উইকেট হারাতে হয়েছে। সামনে আশা করছি কমপ্লিট পারফরম্যান্স পাওয়া যাবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন