You have reached your daily news limit

Please log in to continue


বাজারে ওয়ালটনের রাউটার

দেশের টেক জায়ান্ট ওয়ালটন এবার বাজারে এনেছে নতুন মডেলের ওয়াই-ফাই রাউটার ‘তরঙ্গ’। ডব্লিউআরসিক্স ১আই মডেলের এই রাউটারটির প্রধান আকর্ষণ ডুয়েল ব্যান্ড প্রযুক্তি। দ্রুতগতির ৫ গিগাহার্জ ব্যান্ডে রাউটারটি অ্যাডভান্সড পারফর্মিং টেকনোলজিযুক্ত মাল্টিমিডিয়াসমৃদ্ধ নানা অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি। এই নতুন রাউটারটিতে রয়েছে ৪টি ৫ডিবিআই অ্যান্টেনা।

যা সিগন্যালের স্ট্রেন্থ বাড়িয়ে ব্যবহারকারীকে দেবে আরও উন্নত ওয়্যারলেস ইন্টারনেট ট্রান্সমিশন। এছাড়াও রয়েছে ওমনি-ডিরেকশনাল প্রযুক্তি, যা শক্তিশালী নেটওয়ার্ক কভারেজ দিতে সক্ষম। এতে মাল্টি ইউজার মাল্টি ইনপুট মাল্টি আউটপুটের পাশাপাশি ওএফডিএমএ প্রযুক্তি থাকায় একাধিক ডিভাইস রাউটারটিতে সহজেই সংযুক্ত হয়ে উন্নতমানের ও দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করা যাবে। নতুন এই রাউটারের দাম ৪ হাজার ৫৫০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন